একটি লোগো আপনার কাজের ফ্যাশন এবং পাশাপাশি আপনার মানের প্রকাশ করে। লোগোটি হল আপনার সংস্থাগুলির ব্র্যান্ড থাম্বনেল যার অর্থ আপনার সংস্থার জন্য সেরা লোগো নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ।
নিচে কিছু ওয়েবসাইট দেওয়া আছে যেখান থেকে আপনি ৫ মিনিটে একটি প্রফেশনাল কোয়ালিটি লোগো তৈরী করতে পারবেন।
ক্যানভা: আপনি যদি কোনও লোগো তৈরির অভিজ্ঞতা না দিয়ে কোনও লোগো তৈরি করতে চান তবে আপনি ক্যানভাকে বেছে নিতে পারেন কারণ ক্যানভা তে লোগো তৈরী করার জন্যে আপনাকে গ্রাফিক্স ডিজাইন এর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম এ সকল ডিজাইন করবেন।
আপনার লোগোটি দ্রুত এবং নিখুঁত তৈরি করতে ক্যানভা লোগোটির এক হাজারেরও বেশি টেম্পলেট তৈরি করেছে। ক্যানভাস টেমপ্লেটগুলি আপনাকে রঙের সংমিশ্রণটি মেলাতে সহায়তা করে। যা একটি লোগো জন্য খুব গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনি ক্যানভা তে লোগো তৈরী করার সময়, আপনি চাইলে ছবি, টেক্সট, এলিমেন্ট সোহো অনেক কিছু ব্যবহার করতে পারবেন। যা ক্যানভা লোগো তৈরী করার সময় আপনার হাতে বামের মেনু তে সব পেয়ে যাবেন। ক্যানভা তে কিভাবে লোগো ডিসাইন করা যায় এর টিউটোরিয়াল নিচের ভিডিও লিংক এ পাবেন।
এছাড়াও আপনি ক্যানভা তে লোগো ডিজাইন করার জন্য অনেক ফীচার পাবেন। তার মধ্যে আপনি ছবি, এলিমেন্ট, টেম্পলেট, গ্র্যাডিশন্স, বিভিন্ন রকমের লাইন, সোহো আরো অনেক কিছু ।
ক্যানভা তে আপনি লোগো ডিসাইন করা ছাড়া-ও অনেক অনেক কাজ করতে পারবেন। যা প্রায় বলে শেষ করা যাবে না। তন্মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটুবে থাম্বনেইল, পোস্টার, ফ্লায়ার, ই -বুক, বিসনেস কার্ড, রেসুমে, এনিমেটেড লোগো, প্রেসেন্টেশন সোহো আরো অনেক কিছু।
উপসংহার: ক্যানভা তে লোগো তৈরী করার জন্যে আপনাকে গ্রাফিক্স ডিজাইন এর কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম এ সকল ডিজাইন করবেন।
আপনার লোগোটি দ্রুত এবং নিখুঁত তৈরি করতে ক্যানভা লোগোটির এক হাজারেরও বেশি টেম্পলেট তৈরি করেছে। ক্যানভাস টেমপ্লেটগুলি আপনাকে রঙের সংমিশ্রণটি মেলাতে সহায়তা করে। যা একটি লোগো জন্য খুব গুরুত্বপূর্ণ।
এছাড়াও আপনি লোগো ডিসাইন করার জন্যে The Hoth ও Logo Makr ব্যবহার করতে পারেন। এসব ক্যানভা-র মতো না হলেই বেসিক লোগো ডিসাইন করা যায়। তবে আমি আপনাদের ক্যানভা ব্যবহার করার জন্যে বলবো। কারণ এটা সেরা !
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এয়ার মাধ্যমে জানাবেন, ধন্যবাদ!
0 মন্তব্যসমূহ