ইউটিউব ইন্ট্রো আপনার দর্শকদের আকর্ষণ বাড়াতে বিরাট এক ভূমিকা পালন করে।
সুতরাং, আপনার ভিডিওর জন্য সঠিক ইন্ট্রো নির্বাচন একটি ইউটিউব ভিউয়ার দের জন্য খুবই গুরুত্বপূর্ণ।কারণ এতেই আপনার প্রফেশনালিজম দেখানোর সুবর্ণ সুযোগ সুতরাং আপনি যদি দুর্দান্ত ইউটিউবার হতে চান তবে আপনার অবশ্যই একটি দুর্দান্ত ইউটিউব ইন্ট্রো থাকতে হবে এবং আপনি অতি সত্তর একজন জনপ্রিয় ইউটুবার হবেন। আপনার ইউটিউব যাত্রা আরো সহজ করতে আপনি বহুব্রীহির ইউটিউব মার্কেটিং ফ্রি কোর্স টি করতে পারেন।
Table Of Content:
ইউটিউব ইন্ট্রো কি?
কোনো ভিডিও ইউটিউব এ প্লে করার সময় আমরা ঐ চ্যানেল এর লোগো সমৃদ্ধ যে ছোট এনিমেটেড ভিডিও দেখতে পাই তাকেই, ইউটিউব ইন্ট্রো বলে। কখনো কখনো ইউটিউব ইন্ট্রো ভিডিও এর শুরুতে নাও থাকতে পারে। এক্ষেত্রে ভিডিও টি যে সম্মন্ধে তার কিছু ইঙ্গিত ভিডিও দেখার জন্যে আকর্ষণ করার উদ্দেশ্যে দেখানো হয়ে থাকে। তবে, বেশিরভাগ সময় ইন্ট্রো ভিডিওর শুরুতেই থাকে।
ইন্ট্রো কিভাবে রাঙ্ক করতে সাহায্য করে:
ইউটিউব ইন্ট্রো কোনো অপরিহার্য উপাদান নয়। এটি একটি বাড়তি বিষয়, তবে যারা নিজের চ্যানেল এর ভিডিও গুলোর কোয়ালিটি বাড়াতে চান তাহলে নিঃসন্দেহে একটি ভালো ইন্ট্রো আপনার প্রফেশনালিজম বাড়াবে। আপনার ইন্ট্রো তে আপনার চ্যানেল এর লোগো সোহো আপনার চ্যানেল কি টাইপ বা কি নিয়ে ভিডিও তৈরী করে তা প্রকাশ করে। ইউটিউব ইন্ট্রো আপনার ইউটিউব চ্যানেল এর ব্র্যান্ডিং করা অনেক সহজ করে দেয় ।
কোন সফটওয়্যার ভালো হবে:
আমি পার্সোনালি অনেক রিসার্চ ও বিভিন্ন আর্টিকেল ও ইউটিউবে ঘাটাঘাটি করে বেস্ট একটা সফটওয়্যার এর খোঁজ পেয়েছি । যার নাম হচ্ছে Panzoid।যেটা আমার খুঁজে পাওয়া সেরা অনলাইন ইউটিউব ইন্ট্রো ক্রিয়াটার।
পানজয়েড কি:
পানজয়েড হল একটি সম্প্রদায় এবং সুন্দর, কাস্টম সামগ্রী তৈরির সরঞ্জাম। এটি অনলাইন কন্টেন্ট স্রষ্টাদের উচ্চাকাঙ্ক্ষী করার জন্য ২০১২ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল। ব্যাকগ্রাউন্ডার ১.০ এর সূচনাটি সহজেই সুন্দর, কাস্টম ডিজিটাল আর্ট তৈরির জন্য সরঞ্জাম সরবরাহের জন্য পানজয়েডের মিশনের সূচনা চিহ্নিত করেছে।
পানজয়েড কিভাবে কাজ করে:
পানজয়েড এ ভিডিও এডিট করা খুবই সহজ এবং ৫ মিনিট এ শেষ করা সম্ভব। পানজয়েড এ ইউটিউব ইন্ট্রো সহ অনেক প্রকারের ভিডিও এডিট করা যায়।
ভিডিও এডিট করার সময় বিভিন্ন টেম্পলেট ব্যবহার করা যায়। যা হাতের বাং পশে মেনু তে পাওয়া যায়।
এছাড়াও ভিডিও তে টেক্সট, অডিও, ভিডিও, ইফেক্ট, বিভিন্ন আকৃতি ব্যবহার করা যায়। যা অনেক তা ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম এ কাজ করে।
পানজয়েড এ ভিডিও এডিট করার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ করা যায়, যা খুবই ইউনিক ও প্রফেশনাল। এজন্যেই এয়ার কোয়ালিটি অন্নান্ন সফটওয়্যার থেকে ভালো।
ডিজিটাল মার্কেটিং কোর্স টি করার মাধ্যমে ডিজিটাল মার্কেটার হিসাবে আত্মপ্রকাশ করুন।
উপসংহার:
ইউটিউব ইন্ট্রো করার সেরা অনলাইন সফটওয়্যার হলো পানজয়েড, যা দিয়ে ৫ মিনিট এর মধ্যেই যেকোনো শর্ট ভিডিও অত্যন্ত প্রফেশনাল উপায় এ করা যায় এবং এটা ব্যবহার করাও অনেক সহজ। পানজয়েড এ ভিডিও এডিট করার সময় বিভিন্ন টেম্পলেট নিয়ে কাজ করা যায় আর এয়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ করার ফীচার এটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে ।
0 মন্তব্যসমূহ