সূচীপত্র:
প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে
কেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবেন
কম্পিউটার প্রোগ্রামিং কি:
কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে অথবা কোনো কিছুর ডিজাইন করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক-নির্দেশনা দিতে হয়। এই দিক-নির্দেশনাগুলোকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয়। আর এই প্রোগ্রাম লেখার কৌশলকেই কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়।
প্রোগ্রামার দের জব সেক্টর:
প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে:
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখার আগে অবশ্যই ঠিক করতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চান। তারপর শিখা শুরু করতে হবে। নিচের ছবির সাহায্যে আপনি সহজেই আপনার পছন্দের প্রোগ্রামিং ভাষা পছন্দ করতে পারবেন।
প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ? |
কেন পাইথন শিখবেন:
আপনি ডাটা সাইন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে আপনাকে পাইথন শিখতে হবে।আপনার টার্গেট যদি কোনো বড় কোম্পানিতে চাকরি করা অথবা নিজের স্টার্টআপ করা হয় তাহলে আপনি রুবি ও মেটলাব শিখতে পারেন। নিঃসন্দেহে বিগিনার্স দের জন্যে পাইথন সেরা পছন্দ।এছাড়াও পাইথন ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট ও করা যায়। এছাড়াও এটি স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
কেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবেন:
এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট হলো ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন এর জন্যে সেরা চয়েস, আপনার ক্যারিয়ার হিসাবে যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আপনার জন্যই তৈরী।
কেন জাভা, কোটলিং শিখবেন:
জাভা অনেক জনপ্রিয় একটি কোডিং ল্যাঙ্গুয়েজে, জাভা ব্যবহার করে অনেক কিছু করা যায়। আপনি যদি এন্ড্রোইড এপ ডেভেলপমেন্ট করতে চান তাহলে জাভা শিখতে পারেন, পরে কোটলিং শিখতে পারেন আরো কিছু ফিচার যোগ করার জন্যে।মূলত জাভা শিখলেই এন্ড্রোইড এপ ডেভেলপমেন্ট করা যাবে। এছাড়াও জাভা ডেস্কটপ এপ, হ্যাকিং, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
কেন সুইফট শিখবেন:
সুইফট কে বলা হয় বড়োলোকের কোডিং ল্যাঙ্গুয়েজ, কারণ সুইফট ব্যবহার করে কেবল ইউএস ও আই-ফোনের সফটওয়্যার তৈরী করা হয়। এটিকে কেবল আপেল কোম্পানির জন্য সফটওয়্যার তৈরী করার জন্য তৈরী করা হয়।
0 মন্তব্যসমূহ