Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ?

বর্তমান যুগে ধীরে ধীরে সকল কাজ-ই কম্পিউটার নির্ভর হয়ে পড়ছে। কারণ, কম্পিউটার অনেক দ্রুত ও নিখুঁত ভাবে কাজ গুলো করে থাকে। তাই, সকল ক্ষেত্রেই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহারের ঝোক বেড়েছে। দিন দিন টেকনোলজি খাতে নির্ভরশীলতা ও বিনিয়োগ দুটোই বাড়ছে। ফলে আরো বিপুল পরিমানে দক্ষ জনবলের প্রয়োজন হচ্ছে, যার ফলে কম্পিউটার প্রোগ্রামারদের বর্তমান যুগে  সবচে বেশি চাহিদা।


প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ?
কম্পিউটার ল্যাঙ্গুয়েজ 


সূচীপত্র:

কম্পিউটার প্রোগ্রামিং কি

প্রোগ্রামার দের জব সেক্টর

প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে

কেন পাইথন শিখবেন

কেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবেন

কেন জাভা, কোটলিং শিখবেন



কম্পিউটার প্রোগ্রামিং কি:

কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে অথবা কোনো কিছুর ডিজাইন করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক-নির্দেশনা দিতে হয়। এই দিক-নির্দেশনাগুলোকে কম্পিউটার প্রোগ্রাম বলা হয়। আর এই প্রোগ্রাম লেখার কৌশলকেই কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়।




প্রোগ্রামার দের জব সেক্টর:

বর্তমান যুগের সবচে ডিমান্ডিং জব হলো কম্পিউটার প্রোগ্রামার দের। যার ফলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার পর চাকরির জন্য বসে থাকতে হয় না। কারণ চাকরি তাদের পিছনে নাসার রকেট ছুটতে থাকে। আমার মনে হয় আর কিছু বলতে হবে না।




প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে:

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখার আগে অবশ্যই ঠিক করতে হবে আপনি কি নিয়ে কাজ করতে চান। তারপর শিখা শুরু করতে হবে। নিচের ছবির সাহায্যে আপনি সহজেই আপনার পছন্দের প্রোগ্রামিং ভাষা পছন্দ করতে পারবেন।


প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ?
প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ?


কেন পাইথন শিখবেন:

আপনি ডাটা সাইন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইলে আপনাকে পাইথন শিখতে হবে।আপনার টার্গেট যদি কোনো বড় কোম্পানিতে চাকরি করা অথবা নিজের স্টার্টআপ করা হয় তাহলে আপনি রুবিমেটলাব শিখতে পারেন। নিঃসন্দেহে বিগিনার্স দের জন্যে পাইথন সেরা পছন্দ।এছাড়াও পাইথন ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট ও করা যায়। এছাড়াও এটি  স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।





কেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবেন:

এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট   হলো ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন এর জন্যে সেরা চয়েস, আপনার ক্যারিয়ার হিসাবে যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট  আপনার জন্যই তৈরী।




কেন জাভা, কোটলিং শিখবেন:

জাভা অনেক জনপ্রিয় একটি কোডিং ল্যাঙ্গুয়েজে, জাভা ব্যবহার করে অনেক কিছু করা যায়। আপনি যদি এন্ড্রোইড এপ ডেভেলপমেন্ট করতে চান তাহলে জাভা শিখতে পারেন, পরে কোটলিং শিখতে পারেন আরো কিছু ফিচার যোগ করার জন্যে।মূলত জাভা শিখলেই এন্ড্রোইড এপ ডেভেলপমেন্ট করা যাবে। এছাড়াও জাভা ডেস্কটপ এপ, হ্যাকিং, স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।




কেন সুইফট শিখবেন:

সুইফট কে বলা হয় বড়োলোকের কোডিং ল্যাঙ্গুয়েজ, কারণ সুইফট ব্যবহার করে কেবল ইউএস ও আই-ফোনের সফটওয়্যার তৈরী করা হয়। এটিকে কেবল আপেল কোম্পানির জন্য সফটওয়্যার তৈরী করার জন্য তৈরী করা হয়।




সি#, সি++ কেন শিখবেন:

সি  সিরিজ এর কোডিং ল্যাঙ্গুয়েজে গুলো কেবল সিস্টেম সফটওয়্যার তৈরী করার জন্যে তৈরী করা হয়।এটি প্রথম দিককার কোডিং ল্যাঙ্গুয়েজে।এটি ব্যবহার করে কম্পিউটার ও মোবাইল এর  জন্যে সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার তৈরী করা হয়। কোডিং ল্যাঙ্গুয়েজে গুলোর মধ্যে এটি সবচে ফাস্ট।


প্রথমে কোন প্রোগ্রামিংয়ের ল্যাংগুয়েজ শিখতে হবে ?



উপসংহার:

জব মার্কেট ও কোনটি সহজ তার উপর নির্ভর করে আমি বলতে পারি পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট সবচে বেস্ট চয়েস।
পাইথন অনেক উন্নত একটি কোডিং ল্যাঙ্গুয়েজে যেটি অনেক সেক্টর এ ব্যবহার করা হয় বর্তমান পৃথিবী ডাটা নির্ভর হয়ে পড়ছে,আর সেই ডাটা ম্যানেজমেন্ট এ পাইথন এর জুড়ি মেলা ভার। পাইথন ডাটা ইঞ্জিনিয়ারিং, ডাটা সাইন্স, ডাটা ভিসুয়ালাইজেশন এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট ও করা যায়।

অন্যদিকে, জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট এর  ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি ওয়েবসাইট এর ফানশনালিটি বৃদ্ধিতে সাহায্য করে। ওয়েব ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এর প্রয়োজনীয়তা অপরিসীম। জাভাস্ক্রিপ্ট শিখলে সহজেই অনেক জটিল ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়।অবশ্য, তার আগে এইচটিএমএল ও সিএসএস শিখতে হয়। 

জব মার্কেট সহ সব দিক বিবেচনা করলে, পরিশেষে আমি বলবো আপনার পাইথন শিক্ষা উচিৎ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ